পুজো এবার কলকাতার। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে যোগ দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মি সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, ভিড়ের নিরিখে এবারের পুজো কার্নিভাল ছাপিয়ে গিয়েছে ব্রাজিলের কার্নিভালকে।
আলিপুরের এক প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে যোগ মমতা জানান, পায়ের জন্য এবার তিনি রাস্তায় বেরতে পারেননি। তবুও ভার্চুয়ালে ১২০০ পুজোর উদ্বোধন করেছেন। একইসঙ্গে, পুজো নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
আগামী বছর রাজ্যের ভাবনা, কলকাতার সঙ্গে জুড়বে পৃথিবীর নানা দেশের দুর্গা পুজো। এর জন্য আলাদা করে পুরস্কারও দেবে তাঁর সরকার। এই বছর পুজো ব্যবস্থাপনার জন্য কলকাতা ও রাজ্য পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।