RG Kar Protest : পুজোর আগে কি ফের প্রতিবাদ ? শুক্রবার কী সিদ্ধান্ত নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা ?

Updated : Sep 25, 2024 21:37
|
Editorji News Desk

আরজি করের প্রতিবাদ নিয়ে কি নতুন করে পথে নামছেন জুনিয়র ডাক্তাররা ? নামলে তাঁরা কবে থেকে নামবেন ? যা ইঙ্গিত, তাতে পুজোর আগে ফের মশাল জ্বলতে পারে কলকাতার রাস্তায়। আরজি করের ঘটনায় তাদের দাবি নিয়ে ফের পথে নামতে পারেন জুনিয়র ডাক্তাররা। আগামী শুক্রবার ফের জেনারেল বডির বৈঠক ডেকেছেন তাঁরা। মনে করা হচ্ছে, ওই বৈঠকেই আগামী কর্মসূচির দুই থেকে তিনটি খসড়া তৈরি হতে পারে। যেখানে মূল দাবি হতে চলেছে নির্যাতিতার বিচার। এর পাশাপাশি উঠে আসতে পারে থ্রেট কালচারকে রাজ্য থেকে সমূলে বিনাশ। 

শুক্রবার দক্ষিণ কলকাতা ধনধান্য প্রেক্ষাগৃহে একটি গণকনভেশন ডাকতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। যেখানে যোগ দিতে নাগরিক সমাজকে যোগ দিতে আহ্বাণ জানিয়েছেন তাঁরা। আরজি করের প্রতিবাদে গত ৪২ দিন ধরে পথে ছিলেন তাঁরা। গত শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা। তার পরের দিন থেকেই আংশিক ভাবে কাজে যোগ দিয়েছেন তাঁরা। 

যদিও অবস্থান তুলে নেওয়ার আগেও জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের শুনানির আগে রাজ্যের ১০ দফা নির্দেশিকা রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে জারি করতে হবে। প্রথমে ঠিক ছিল এই মাসের ২৭ তারিখ হবে আরজি কর মামলার শুনানি। যা পিছিয়ে ৩০ সেপ্টেম্বর হওয়ার কথা। 

ওয়াকিবহাল মহলের দাবি, পুজোর আগে আরজি কর নিয়ে ফের পথে নামলে কি জনসমর্থন পাবেন জুনিয়র ডাক্তাররা ? এই প্রশ্ন ভাবাচ্ছে জুনিয়র ডাক্তারদেরও। তবুও তাঁরা পিছু হঠতে নারাজ। আরজি করের ঘটনা নিয়ে তাঁরা শেষ দেখতে চান। আর তাই, শুক্রবার জেনারেল বডির বৈঠক ডেকে আন্দোলনের নীলনকশা তৈরি করছেন তাঁরা। 

RG Kar Protest

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট