রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই কলকাতা ফিরেছেন তিনি। এরমধ্যে বৃহস্পতিবারই রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক ডাকলেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই দিন নবান্ন সভাঘরের এই বৈঠকে সশরীরে হাজির থাকতে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে হাজির থাকবেন স্বাস্থ্য সচিব, শিক্ষাস্বাস্থ্য অধিকর্তা। রাজ্যের বাকি মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা থাকবেন ভার্চুয়ালে।
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার আবহে মুখ্যমন্ত্রীর ডাকা এই স্বাস্থ্য বৈঠককে ভীষণ গুরুত্বপূর্ণ বলে দাবি করছে ওয়াকিবহাল মহল। প্রশাসন সূত্রে এই বৈঠককে কার্যত মেগা বৈঠক বলেই দাবি করা হচ্ছে। এই মাসের ১২ তারিখ এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় আরজি করের ঘটনা নিয়ে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। সেই কারণে এই বৈঠক পিছিয়ে দিতে হয়।
সম্প্রতি রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে ১০ দফা নির্দেশিকা জারি করছে নবান্ন। ইতিমধ্যেই প্রতিটি নির্দেশিকা চালু করার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছে নবান্ন। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে এই নির্দেশিকা জারি দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তারারা।
ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মহিলা চিকিৎসকদের জন্য প্রতিটি মেডিক্যাল কলেজে রাখা হবে পর্যাপ্ত মহিলা পুলিশ কর্মী। এছাড়াও পরিকাঠামোয় উন্নয়নে একাধিক পদক্ষেপ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার নবান্ন স্বাস্থ্য নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আরজি করের ঘটনার পর কার্যত এই বৈঠকের উপরেই নজর এখন রাজ্যের।