প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারির তদন্ত ক্রমশ জটিল হচ্ছে। মঙ্গলবার CBI দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। কিন্তু সময় পেরিয়ে গেলেও নিজাম প্যালেসে আসেননি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। জানা গিয়েছে দিল্লিতে আছেন মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার শুনানি আছে। তাই দিল্লিতে আছেন তিনি।
সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লি যান মানিক ভট্টাচার্য। দিল্লির হেলি রোডে বঙ্গভবনে থাকছেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের স্পেশাল লিভ পিটিশনের শুনানি আছে। সেই মামলার জন্য আইনি পরামর্শ নিতে মঙ্গলবার দিল্লি যান তিনি।
আরও পড়ুন: ভারতীয় শেয়ার বাজারে অভূতপূর্ব পতন, 'ব্ল্যাক মানডে'-এর সাক্ষী থাকল গোটা দেশ
প্রসঙ্গত, মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু সময় পেরিয়ে যায়। আসেননি মানিক ভট্টাচার্য। মঙ্গলবার সুপ্রিম কোর্টে একদিনের গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল। এরপরই প্রাক্তন পর্ষদ সভাপতিকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার সুপ্রিম কোর্টে যেতে পারেন তিনি।