হাই কোর্টের নির্দেশ পাওয়ার পর প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary TET) ১৮৯ জনের ইন্টারভিউ হবে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় আচার্য ভবনে এই নিয়োগ প্রক্রিয়া হবে। এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Council)। আচার্য ভবনে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন পর্ষদ কর্তারা।
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ ও ২০১৯ সালে নিয়োগ করে রাজ্য। এই নিয়ে কলকাতা হাই কোর্টে আলাদা করে ৬টি মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীরা আর্জি জানান, ছটি প্রশ্ন ভুল ছিল। তারা সেই প্রশ্নে উত্তর দেন। ফলে প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য। হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়। তাঁরা অনুসন্ধান করে হাই কোর্টকে রিপোর্ট দেয়, ছটি প্রশ্ন ভুল ছিল। ওই কমিটি জানায়, পরীক্ষার্থীদের দাবি অমূলক নয়।
আরও পড়ুন: 'আমি ষড়যন্ত্রের শিকার', আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের
এরপরই হাই কোর্ট প্রথমে নির্দেশ দেয় ২৩ জনকে চাকরি দিতে হবে। পরে জানানো হয়, ওই তালিকায় আরও ৫৪ জন যুক্ত হবেন। গত বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশিকা দিয়ে জানান, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১৮৯ জনকেই চাকরি দিতে হবে। নিয়োগ হয়েছে কিনা, সেই তথ্য আদালতকে জানাবে পর্ষদ।