এক গর্বিত বাঙালির জন্য পরিচিত বেহালা। তিনিও গঙ্গোপাধ্যায়। সেই বেহালাতেই এবার নয়া হোর্ডিং বাংলার গর্ব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেহার ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে এলাকা জুড়ে এই হোর্ডিং এখন চোখে পড়ছে। নাগরিকবৃন্দের তরফে এই হোর্ডিং দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় আপনাকে স্যালুট। সম্প্রতি শান্তিনিকেতন গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে এক যুবক তাঁকে বলেছিলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় একজন ভগবান।
রাজ্যের সাম্প্রতিক নিয়োগ দুর্নীতির অভিযোগের ঘটনায় তাঁর একের পর এক রায়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। শহর থেকে গ্রাম, প্রতিটি জায়গায় আলোচনার কেন্দ্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এহেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বাংলার গর্ব বলে দাবি করে হোর্ডিং দেওয়ার ঘটনা নজর কেড়েছে।
নাগরিকবৃন্দের রাজনৈতিক পরিচয় কী তা এখনও জানা যায়নি। তবে ওই ব্যানারে লেখা হয়েছে, “সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সত্য প্রবাদটি দেশের নাগরিকদের সামনে চোখে আঙুল দেখিয়ে দিচ্ছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বাংলার গর্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়।”