ঘূর্ণিঝড় রেমালের জেরে থমকে যাচ্ছে একের পর এক পরিষেবা । ট্রেন থেকে বিমান...বিভিন্ন পরিষেবা বাতিল থাকছে নির্দিষ্ট সময় পর্যন্ত । এবার রেমাল-এর জেরে বাতিল হল পরীক্ষাও । পিছিয়ে গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকত্তোর স্তরের পরীক্ষাও । জানা গিয়েছে, সোমবার ছিল পরীক্ষা । কিন্তু, তা ১৮ জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছেন, স্নাতক এবং স্নাতকোত্তরের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা ছিল ২৭ মে, সোমবার । কিন্তু, পড়ুয়াদের কথা বিবেচনা করে ও নিরাপত্তার স্বার্থে আরও ২২ দিন পরীক্ষা পিছিয়ে দেওয়া হল ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার এবং সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনায় । ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে । এছাড়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে । সেইসঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ।