স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্য়ের প্রাক্তনমন্ত্রী ও তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি হবে ভার্চুয়াল মাধ্যমে। সোমবার প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের এই আবেদন মঞ্জুর করেছে বিশেষ আদালত। মূলত, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য নিরাপত্তা জনিত কারণেই বিশেষ আদালতকে এই চিঠি লেখা হয়েছিল।
সোমবার লেখা চিঠিতে সংশোধনাগারের সুপার উল্লেখ করেছিলেন, সশরীরে হাজিরা হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা দেখা দিতে পারে। যদিও পার্থের আইনজীবী জানান, তাঁরা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের এই পদক্ষেপের সঙ্গে সহমত নন। প্রয়োজনে আদালতে সেই অসম্মতির কথা জানাবেন।
গত ২ অগস্ট জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে বার করানোর সময় পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন এক মহিলা। সে সময়ই নিরাপত্তার প্রশ্ন উঠেছিল। গত ২৩ জুলাই স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।