Television Actress Death in Garfa: আত্মহত্য়া করেছেন অভিনেত্রী, ইঙ্গিত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

Updated : May 15, 2022 22:56
|
Editorji News Desk

আত্মহত্যা করেছেন টেলি অভিনেত্রী পল্লবী দে। রবিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই  ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কাঁটাপুকুর পুলিশ মর্গে পল্লবীর দেহের ময়নাতদন্ত হয়। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, অভিনেত্রী আত্মহত্যাই করেছেন। যদিও পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত এখনও এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। সকালে গড়ফার আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে পল্লবীর দেহ। তাঁর গলায় জড়ানো ছিল বিছানার চাদর। পুলিশ সূত্রে খবর, পল্লবীর লিভ-ইন সঙ্গীই দরজা ভেঙে ঘরে ঢুকে পল্লবীর দেহ দেখতে পান। এর পর তিনিই পুলিশে খবর দেন। এর পরেই গড়ফা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পল্লবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার পরেই মৃত অভিনেত্রীর লিভ-ইন সঙ্গীকে গ়ড়ফা থানায় ডেকে টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই সঙ্গী থানাতেই ছিলেন বলে খবর পুলিশ সূত্রে। ওই সূত্রের দাবি, পল্লবীর সঙ্গী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। জেরায় তিনি স্বীকার করেছে, শনিবার রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। রবিবারও অশান্তি হয়েছিল। এর পর কিছু ক্ষণের জন্য বাইরে সিগারেট খেতে গিয়েছিলেন তিনি। ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান।

অন্য দিকে, পল্লবীর পরিবার অবশ্য আত্মহত্যা নয়, খুনের দিকেই ইঙ্গিত করছে বার বার। পুলিশ সূত্রে খবর, সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। পল্লবী ও তাঁর সঙ্গীর মধ্যে সম্পর্ক ইদানীং কেমন ছিল, কেন তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল ঘটনার আগে, সব বিষয়ই নিখুঁত ভাবে দেখতে চাইছেন তদন্তকারীরা।

ActresskolkataPoliceGarfa Death Mystery

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট