Kolkata News: প্রোমোটিং নিয়ে বিবাদ, অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগে গ্রেফতার ৭

Updated : Aug 29, 2022 12:25
|
Editorji News Desk


জমি বিবাদের জেরে অন্তঃসত্ত্বাকে পেটে লাথি মারার অভিযোগে সাতজনকে গ্রেফতার করল পুলিশ। প্রোমোটিং নিয়ে বিবাদে বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে লাথি মারার অভিযোগ। অভিযোগের তির একদল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালেরও। 

শিবশঙ্কর দাস নামে বিজেপি কর্মীর দাবি, মেন রোডের ওপর ৬ কাঠা জমির প্রমোটিং নিয়ে বিবাদের সূত্রপাত। অভিযোগ, জমি বিবাদের জেরে বিজেপি কর্মীর আট মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে লাথি মারে তৃণমূল কর্মীরা ৷ তাঁর অভিযোগ, এক দল দুষ্কৃতী তাঁর ছেলে দীপক দাসকে ক্ষুর নিয়ে আক্রমণ করে। তাঁর অন্তঃসত্ত্বা পুত্রবধূকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। অভিযোগ, দুষ্কৃতীরা বিধায়ক পরেশ পাল ও কাউন্সিলর পাপিয়া ঘোষের লোক। দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন।
 
শিবশঙ্করবাবুর অভিযোগ, এলাকায় তাঁদের একটি শরিকি জমি ছিল। প্রোমোটার কাজ শুরু করেও মাঝপথে কাজ থামিয়ে দেয়। ওই জমিতে এলাকার কিছু প্রোমোটার নতুন করে প্রোমোটিং করতে আসেন। তাদের বাধা দেন শিবশঙ্কর। নতুন প্রমোটাররা তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ বলে অভিযোগ। 

ছেলে দীপক দাস বলেন, "আমাকে আর আমার বাবাকে খুঁজতে যায় টিএমসির ছেলেরা। আমাদের পায়নি। আমার স্ত্রী ছিল। আমাদের ঘর খালি করতে বলছিল। আমার স্ত্রীকে পেয়ে তাকে মেরে ঘর খালি করে দিয়েছে ওরা। ওর পেটে লাথি মারা হয়। ও অজ্ঞান হয়ে গিয়েছিল। গেটের বাইরে বের করে দেয়। এরপর ঘরের জিনিসপত্র ফেলে দেয়।"

kolkataPregnant women

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট