Pre widding Festival: পঞ্চায়েত অফিসেই বিডিও-র আইবুড়ো ভাতের আয়োজন, ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুর কটাক্ষ

Updated : Jul 04, 2024 16:01
|
Editorji News Desk

বর্ধমানের পঞ্চায়েত  অফিসেই বসেছে আইবুড়ো ভাতের আসর। ব্যবস্থা রয়েছে চন্দনের ফোঁটা এবং ফুল মালারও। আর মাথার উপরে রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যাঁর জন্য এতকিছুর আয়োজন তিনি হলেন বর্ধমান ১-এর বিডিও  রজনীশকুমার যাদব। এই ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।  

কী দেখা গিয়েছে ভিডিয়োতে? 
শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিয়ো দেখা গিয়েছে, বর্ধমান ১ ব্লকের বিডিও রজনীশের জন্য আইবুড়ো  ভাতের আয়োজন করা হয়েছে। এবং তারপর বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা-এর কাছ থেকে চন্দনের ফোঁটা নিচ্ছেন। এবং সবশেষ তাঁকে প্রণামও করেন রজনীশ। আর এরপরেই তৈরি হয়েছে বিতর্ক। কেন পঞ্চায়েত অফিসে আইবুড়ো ভাতের আয়োজন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসকে নিয়েও কটাক্ষ করেন তিনি। 

কী লিখেছেন শুভেন্দু অধিকারী? 
নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, "কত সুন্দর! পঞ্চায়েত অফিসের মধ্যে বর্ধমান ১ ব্লকের BDO-র আইবুরো ভাতের আয়োজন করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার এই অনুষ্ঠানটি কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়। এটা এখন পশ্চিমবঙ্গের একটা রীতি হয়েছে। শাসক দল এবং রাজ্য প্রশাসনের মধ্যে যে সীমারেখাটা থাকা দরকার তা অস্পষ্ট।"     

Panchayat

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট