ফের শহর জুড়ে পোস্টার রাজ্য বিজেপির (West Bengal BJP) সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর (Amitabha Chakraborty) বিরুদ্ধে । বনগাঁ লোকালের পর এবার কলকাতার একাধিক জায়গায় দেখা গেল পোস্টার। এই ঘটনায় যদিও বিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি কর্মীরা। কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে ফেলা হয় পোস্টারগুলো।
সোমবার সকাল থেকে বিজেপির রাজ্য দফতর, শ্যামবাজার, সেন্ট্রাল এভিনিউতে অমিতাভ চক্রবর্তীর নামে পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, "পিকের টিমের দালাল অমিতাভ চক্রবর্তী হঠাও। বিজেপি বাঁচাও।" পোস্টারের নিচে লেখা, সারা রাজ্যের বিজেপি বাঁচাও কর্মী এক হও।
গত ১৪ জানুয়ারি বনগাঁ লোকালেও (Bongaon Local) অমিতাভ চক্রবর্তীর নামে কুরুচিকর পোস্টার দেখা যায়।
আরও পড়ুন: দলে ক্ষোভ থাকলে মেটানোর দায়িত্ব নেতাদের, শান্তনু প্রসঙ্গে বললেন দিলীপ
সম্প্রতি বিভিন্ন সাংগঠনিক জেলার নতুন সভাপতির নামের তালিকা ঘোষণার পরই বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। সভাপতি নির্বাচনে মতুয়াদের ও অভিজ্ঞ নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বনগাঁর ৫ বিধায়ক ও সাংসদ শান্তনু ঠাকুর।