যাদবপুর-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার নয়। কিন্তু ধৃতদের বয়ান শুনে ঠিক মনে হচ্ছে না তদন্তকারীদের। তাই লালবাজারের ইঙ্গিত, গত নয় অগাস্টের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে সব ধৃতদের মুখোমুখি বসানো হতে পারে। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটনায় এখন পর্যন্ত ভিন রাজ্যের এক পড়ুয়া-সহ মোট নয় জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় পরিবার খুনের অভিযোগ রুজু করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। যার জেরে এখনও পর্যন্ত রবিবার থেকে গত বুধবার পর্যন্ত এই নয় জনকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার সূত্রে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে ঘুরিয়ে ফিরিয়ে টানা জেরা চলছে। তাতেও তদন্তকারীরা খুশি নয়। তাই সবাইকে মুখোমুখি বসিয়ে জেরার কথা ভাবছেন অফিসাররা।
এদিকে, এই ঘটনার তদন্তে যাদবপুরের হস্টেল থেকে বেশ কিছু ডায়েরি উদ্ধার করা হয়েছে। প্রথম ১০ অগাস্ট ও পরে ১২ অগাস্ট হস্টেলের মধ্যে থেকে দুটি ডায়েরি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রথম ডায়েরিটি ছিল নিহত ছাত্রের। যা থেকে খুব বেশি কিছু পাওয়া যায়নি।