ওয়াটগঞ্জ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মৃত দুর্গা সরখেলের ভাসুর নীলাঞ্জন সরখেলকে। পলাতক স্বামীর খোঁজ চলছে। তদন্ত যতই এগোচ্ছে একের পর এক সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ভাসুর ওই মহিলাকে বাথরুমে খুন করে, তাঁর দেহ টুকরো করে প্লাস্টিকের প্যাকেটে ভরে সাইকেলে করে ফেলতে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজেও এমন ছবি ধরা পড়েছে। এই ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই খুনের পিছনে তন্ত্র সাধনার যোগ থাকতে পারে।
Watgunge Murder Case : ওয়াটগঞ্জে মহিলা খুনের ঘটনায় গ্রেফতার ভাসুর, পলাতক স্বামী
পুলিশ জানিয়েছে, আগে খুন করার পর দেহ টুকরো করা হয়েছে। বাথরুমে দেহ টুকরো করার পর, ভাসুর নিজেই সেসব রক্ত ধুয়ে মুছে সাফ করে তারপর দেহ ফেলতে গিয়েছিলেন। জানা গিয়েছে, মৃত দুর্গার স্বামী অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকতেন, আর ভাসুর তন্ত্র সাধনা করতেন। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না তাঁর খোঁজ চলছে।