কথা ছিল আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ফের মহামিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। প্রস্তাবিত রুট ছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা। কিন্তু ইমেল মারফৎ লালবাজার এই মহামিছিলের অনুমতি দিল না। এমনটাই দাবি করেছেন, ধর্মতলায় আমরণ অনশনে থাকা জুনিয়র ডাক্তাররা। মিছিলে অনুমতি না দেওয়ার যুক্তি হিসাবে লালবাজার জানিয়েছে, আজ, মঙ্গলবার পঞ্চমী, উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে কলকাতার রাজপথে কোনও মিছিলের অনুমতি দেওয়া হবে না।
লালবাজারের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, প্রস্তাবিত যে রুটে এদিন জুনিয়র ডাক্তরার মিছিল করতে চাইছেন, সেখানে বেশ কয়েকটি বড় পুজো রয়েছে। মিছিলের জেরে বাড়তে পারে যানজট। কারণ, দুপুরের পর থেকে ঠাকুর দেখার ভিড় বাড়বে বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশের থেকে অনুমতি না মেলায় ক্ষুব্ধ চিকিৎসকরা। কারণ, এই মিছিলে তাঁরা সাধারণ নাগরিকদের সামিল হতেও অনুরোধ করেছিলেন। জুনিয়র ডাক্তারদের পাল্টা যুক্তি তাঁরা যে রুট দিয়ে মিছিল নিয়ে যেতে চান, সেখানে কোনও বড় পুজো নেই। এবং তাঁরা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকেও যাবেন না।
এদিকে, চৌকির পর জলের গাড়ি। এদিন সকালে ধর্মতলায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ জুনিয়র ডাক্তারদের জন্য জলের গাড়ি আটকে দেওয়ার। পরে অনেক বচসার পর সেই গাড়ি ছাড়া হয় বলে জানা গিয়েছে। এর মধ্যে প্রবল বৃষ্টিতে ধর্মতলায় ছিড়ে গেল অনশন মঞ্চের ত্রিপল। ফলে কার্যত খোলা আকাশের নীচেই এখন অনশনকারীরা। ঘড়ি কাঁটায়ে পেরিয়ে যাচ্ছে সময়। কিন্তু জুনিয়র ডাক্তারদের ১০ দফ দাবি নিয়ে এখনও পর্যন্ত ইতিবাচক কোনও সাড়া নেই সরকারের পক্ষ থেকে।