আরজি কর আবহে কলকাতা পুলিশের কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই প্রথম অ্যাকশন শুরু করলেন মনোজ ভার্মা। ঘুরে দেখলেন আরজি কর হাসপাতালের নিরাপত্তা পরিস্থিতি। এদিন হাসপাতালে গিয়ে CISF-এর কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার। তারপর যান বর্তমান অধ্যক্ষের ঘরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজি কর যাওয়ার আগে পুলিশ কমিশনার যান টালা, সিঁথি এবং কাশীপুর থানাতেও। সুপ্রিম কোর্টের নির্দেশে, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাদের জওয়ানদের নিয়েই এদিন হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখেন মনোজ ভার্মা। শেষ শুনানিতে হাসপাতালের নিরাপত্তা আরও বাড়াতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আরও সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে। সে সব বিষয়ই খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার।
জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিনীত গোয়েলকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়েছে রাজ্য। সেই মতো বিনীতের পরিবর্তে কলকাতা পুলিশের প্রধান পদে দায়িত্ব দেওয়া হয়েছে একদা জঙ্গল-পাহাড় সামলানো মনোজ ভার্মাকে।
আরজি করের ঘটনায় টালা থানার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। এই ঘটনায় সম্প্রতি গ্রেফতার করা হয়েছে এই থানার তৎকালীন পুলিশ অফিসার অভিজিৎ মণ্ডলকে। সেই থানাতেও এদিন যান পুলিশ কমিশনার। বৈঠক করেন থানার অফিসারদের।