সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যুর তদন্তে এবার হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করল পুলিশ। কলকাতায় এসে মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে ছিলেন কেকে। বুধবারই কেকে-র মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে। রিপোর্টে বলা হয়েছে, হৃদযন্ত্র বন্ধ হয়েই মৃত্যু হয়েছে কেকে-র। শিল্পীর মৃত্যুতে কোনও অস্বাভাবিক কিছু নেই।
বুধবার সকালে কেকে-র মৃত্যুর পর নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়। কেকে-র সহশিল্পীরাই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেন।কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজার ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার সেই পাঁচতারা হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করল পুলিশ।
আরও পড়ুন: এক দিন আগেই যেখানে ছিল কনসার্টের ছবি, কেকে-র শেষ যাত্রার সময়সূচী জানানো হল সেই পেজেই
সূত্রের খবর, হোটেলে লিফটে ওঠার পর তাঁকে অসুস্থ লাগছিল। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে কেকে-কে দেখে কিন্তু একেবারেই অসুস্থ মনে হয়নি। ম্যানেজার হিতেশ ভাটের সঙ্গে দিব্যি গল্প করতে করতে যান তিনি।