কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছিল, বার (Bar) ও রেস্তোরাঁর মালিকরা ব্রেথ এনালাইজ (Breathalyzer) করে তবেই সেখান থেকে ক্রেতাদের ছাড়বেন। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক।
প্রশ্ন উঠেছিল যারা মদ বিক্রি করে তারাই আবার কীভাবে পরীক্ষা করবেন। এবার এই বিষয় শনিবার মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এমন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তা ব্যাখ্যা করলেন তিনি।
আরও পড়ুন- প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী
তাঁর কথায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আইনগত একটি অপরাধ। এই কারণে বড়সড় সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। তা রুখতেই শহরের সব বার এবং রেস্তোরাঁগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছিল মদ্যপান করার পর পানশালা থেকে বের হওয়া প্রত্যেক ব্যক্তিকে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করার জন্য। যাতে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফেরার প্রবণতা রুখে দেওয়া যায়।