ভাষা শহিদ দিবসের মঞ্চ থেকে নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কবি সুবোধ সরকারের (Subodh Sarkar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে থেকে নাম না করে বিচারপতিকে এই আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
মঞ্চে উঠে প্রথমেই তিনি মুখ্যমন্ত্রীর একটি কবিতা পাঠ করবেন বলে জানান। ‘রাস্তার ধুলো’ নামের ওই কবিতা শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণে বিচারপতিকে 'ফ্যাসিস্ট' বলে আক্রমণ করে এই কবি। তাঁর কথায়, কেন কোনও কবির লেখা বই লাইব্রেরিতে রাখা যাবে না। এরপরই তিনি জানান, এটা বিচারক আর যেই বলে থাকুন, এটাকে ফ্যাসিজম বলেই মনে করছেন তিনি। ওই মঞ্চ থেকেই ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ জানান সুবোধ সরকার।
আরও পড়ুন- SSC Scam- Chandan Mondal: চন্দন মণ্ডলকে জেরা করে ১৬ কোটির হদিশ পেল CBI