বিমান পরিষেবার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় রেলকে (Indian Railway)। তাই বিনিয়োগ করা হচ্ছে রেকর্ড পরিমাণ টাকা। শুক্রবার রেল প্রকল্পের উদ্বোধনের পর এমনই বললেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে জোকা-তারাতলা মেট্রো রুটেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "রেলওয়ে ও মেট্রোর সঙ্গে যুক্ত অন্য অনেক প্রকল্পেরও শিলান্যাস হয়েছে। প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করে জোকা-বিবাদি বাদ মেট্রো প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে জোকা-তারাতলা মেট্রো রুট চালু হয়ে গেছে।"
আরও পড়ুন: পাঁচটার মধ্যে চারটে প্রোজেক্ট তাঁর আমলের, প্রধানমন্ত্রীকে মনে করিয়ে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
জোকা-তারাতলা মেট্রো রুট নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, এই রুট তাঁর স্বপ্নের প্রকল্প ছিল।