বাবার অসুস্থ ছিলেন। তাই ফিরে আসতে হয়েছিল। কিন্তু বুধবার সেই অধরা স্বপ্নকে পূরণ করলেন পিয়ালি বসাক। জয় করলেন মাকলুকে। আট হাজারি চূড়া জয়ে নজির গড়লেন চন্দননগরের এই কন্যা। নেপালি সংস্থা পাওনিয়র অ্যাডভেঞ্চার জানিয়েছে, বুধবার সকাল সাতটা থেকে আটটার মধ্যে এই শৃঙ্গ জয় করেন পাহাড়ি কন্যা। বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকলু।
এই নিয়ে ছটি আট হাজার ফুটের শৃঙ্গ জয় করলেন পিয়ালি বসাক। এর আগে এভারেস্ট, লোৎসে, মানাসুলু, ধৌলাগিরি এবং অন্নপূর্ণা জয় ছিল তাঁর নজির। গত ১৭ এপ্রিল জয় করেছিলেন বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা। আসলে অন্নপূর্ণা এবং মাকলু দুটো একসঙ্গে জয় করবেন বলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন পিয়ালি।
কিন্তু বাবা তপন বসাকের অসুস্থ হওয়ার খবরে তাঁকে বাড়ি ফিরে আসতে হয়েছিল। গত ২৭ এপ্রিল ফের বেড়িয়ে পড়েন। সেই অধরা স্বপ্নকে পূরণ করলেন বুধবার।