ইনসাফ যাত্রা শেষে আগামী ৭ ই জানুয়ারি ‘ইনসাফ ব্রিগেডের’ ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI। ইতিমধ্যেই কর্মী সমর্থকেরা শুরু করে দিয়েছে জোর প্রচারও। কিন্তু সূত্রের খবর, এখনও পর্যন্ত অর্থাৎ ১০ ডিসেম্বর রাত অবধিও ফোর্ট উইলিয়ামের তরফ থেকে সমাবেশ করার অনুমতি মেলেনি।
Article 370 Verdict: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ, সোমবারই রায়ঘোষণা সুপ্রিম কোর্টের
এই নিয়ে সংগঠনের অন্দরে সামান্য সংশয় তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন , তাঁদের হাতে নেই , বড়রা দেখছেন। যুব সংগঠনের কলকাতা জেলা সম্পাদকের কন্ঠে যদিও ভয়ের চিহ্নমাত্র নেই। তাঁর আশ্বাস, নির্দিষ্ট দিলেই ইনসাফ ব্রিগেড হবে। অনুমতি মিলতে অসুবিধে হচ্ছে কারণ , ঐদিনই প্রজাতন্ত্র দিবসের মহড়া কুচকাওয়াজ রয়েছে। রেডরোড এবং ব্রিগেডেই তা হওয়ার কথা। ইতিমধ্যেই নাকি অনুমতি পাইয়ে দিতে মাঠে নেমেছেন সিপিএম এর কেন্দ্রীয় স্তরের নেতারা।