'উই ওয়ান্ট জাস্টিস'। নবান্ন অভিযানের এটাই দাবি ছিল। ছাত্রদের এই অভিযানে জড়ো হন শহরতলির বেশ কয়েকহাজার মানুষ। সবার গন্তব্য নবান্ন। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে ঘটনায় সুবিচার চেয়ে এই অভিযানের ডাকে সাড়া দিয়ে অংশ নেন অনেকেই। আর এই ফাঁকা রাস্তাতেই ছুটির আমেজ। চলল খেলাধুলো, ঘুড়ি ওড়ানো।
শনি ও রবিবারের পর সোমবার ছিল জন্মাষ্টমীর ছুটি। মঙ্গলবার সপ্তাহের প্রথম কর্মদিবস। এই দিন নবান্ন অভিযানের জন্য সকাল থেকেই সক্রিয় ছিল কলকাতা পুলিশ শহরের একাধিক রাস্তা বন্ধ করে দেয়। বন্ধ ছিল বড় বড় রাস্তা। হাজরা মোড়, রাসবিহারী, ধর্মতলার মতো ব্যস্ততম রাস্তা। যান চলাচল নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেলে নবান্ন চত্বর, বাবুঘাট, লালবাজারের মতো অনেক এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, সেই সময় দক্ষিণ কলকাতার অনেক ফাঁকা রাস্তাতেই বাচ্চাদের খেলাধুলোয় মেতে উঠতে দেখা গেল। কেউ ঘুড়ি ওড়াচ্ছে, আবার কেউ বা ফুটবল ও ব্যাট নিয়ে নেমে পড়েছে রাস্তায়।
শুধু তাই নয়, প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন সেলফি তুলতে। অনেক আন্দোলনকারীর মুখে 'উই ওয়ান্ট জাস্টিস' থাকলেও হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই কটাক্ষ নেটিজেনদের।