BJP Nabanna Abhijan: হাওড়া থেকে বর্ধমান যেতে ৪ হাজার টাকা! বিজেপির নবান্ন অভিযানের জেরে ভোগান্তিতে আমজনতা

Updated : Sep 20, 2022 12:03
|
Editorji News Desk

বিজেপির নবান্ন অভিযানের (BJP's Nabanna Rally) ডাকে স্তব্ধ শহর কলকাতা। সপ্তাহের দ্বিতীয় কর্মব্যাস্ততার দিনে চরম ভোগান্তিতে আমজনতা। কলকাতা ও হাওড়ামুখী প্রায় সব রাস্তাতেই যানজট। মিলছে না বাস বা গাড়ি। কখনও মিললেও হাওড়া থেকে বর্ধমান যাওয়ার জন্য দেড় হাজার টাকা ভাড়ার জায়গায় ৪ হাজার টাকা পর্যন্তও ভাড়া হাঁকছেন চালকরা। আর এই  দ্বিগুণ, তিনগুণ ভাড়া শুনে অনেকে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে এই ভাড়াতেই যেতে রাজি হচ্ছেন। অনেকে আবার একটা বাসের আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন রাস্তায়। 

আমজনতা ছাড়াও বিজেপির নবান্ন অভিযানে নাকাল ব্যবসায়ীরা। একদিকে মঙ্গলাহাট, অন্যদিকে হাওড়া ময়দান চত্বর। যে এলাকায় প্রচুর জামাকাপড়ের দোকান রয়েছে। দুর্গাপুজোর আগে সপ্তাহের দ্বিতীয় দিনে বিজেপির এই অভিযানে ব্যবসায়ে ক্ষতির আশঙ্কা করছেন হাটের দোকানদাররা। 

১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। যে কারণে গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে এই অভিযানের প্রস্তুতি নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আর সেই মতোই কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল শুরু হবে দুপুর ১টা নাগাদ। সব মিছিলেরই গন্তব্য হবে হাওড়ার নবান্ন। বিজেপির অভিযোগ, এই অভিযান আটকাতে শিয়াদহ স্টেশন থেকে শুরু করে কলেজস্ট্রিট, কোনা এক্সপ্রেসওয়ে আটকে দেওয়া হয়েছে। নবান্নে যাওয়ার রাস্তায় লোহার রেলিং বসিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। বসানো হয়েছে গার্ড রেল। যে কারণেই সৃষ্টি হয়েছে তুমুল যানজট। 

যদিও বিজেপির এই অভিযোগ অস্বিকার করে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী ও কমব্যাট ফোর্স। আর সেই কারণেই কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে।

BJP Nabanna AbhijankolkataBengal BJPNabanna

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট