হাসপাতালের আট তলা থেকে রোগী পড়ে যাওয়ার ঘটনায় রিপোর্ট তলব রাজ্য সরকারের। এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। রাজ্য স্বাস্থ্য দফতর শনিবার বিকেলে এই রিপোর্ট চেয়েছে।
শনিবার মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালের কার্নিশ থেকে রোগী ঝাঁপ দেওয়ার ঘটনায় মুখ খুললেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা জানান, ২৩ জুন বেশকিছু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন লেকটাউনের বাসিন্দা সুজিত অধিকারী। তবে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে শনিবার ছাড়ার কথাও ছিল। কিন্তু তার আগেই ঘটে এই বিপত্তি। জানা গিয়েছে, সুজিতের মাথা, ঘাড়, বুকে আঘাত লেগেছে। পায়ের হাড় ভেঙেছে বলেও খবর। লেকটাউনের বাসিন্দা ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইটিইউতে ভর্তি।
জানা গিয়েছে, মৃগীর সমস্যায় হাসপাতালে ভর্তি হন সুজিত। চিকিৎসক চিরঞ্জীব দাস এবং সিদ্ধার্থ আনন্দের অধীনে চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগও। যদিও সাংবাদিক বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ ওড়ালেন সিইও অভীক রায়চৌধুরী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেশায় লরিচালক সুজিতের অত্যধিক মাদকাসক্তি ছিল। শনিবার সকালে নার্সিং স্টাফ তাঁকে কার্নিশে যেতে দেখেন। বাধাও দেন। তিনি ওই নার্সিং স্টাফের হাতে কামড় দিয়ে কার্নিশে উঠে পড়েন। সিইওর দাবি, স্ক্রু দিয়ে জানলা আটকানো ছিল। ওই স্ক্রু কোনওভাবে খোলেন সুজিত। ভেঙে যাওয়া অংশও খুঁজে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এর জন্য রোগী কোনও যন্ত্রের সাহায্য নিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।