উৎসব মুখর কলকাতা। কোথাও বিসর্জনের বাদ্যি। আবার কোথাও ঐতিহ্য়ের আতিসহ্য। এসব থেকে অনেক দূরে একজন। তিনি পার্থ চট্টোপাধ্য়ায়। দশমীর দিন নিঃশব্দেই হয়ে গেল তাঁর ভার্চুয়াল শুনানি। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক ব্য়ক্তির জামিন খারিজ করল আদালত। আর সেই জায়গায় দাঁড়িয়ে নিজের জামিনের প্রার্থনাই করলে রাজ্যের প্রাক্তনমন্ত্রী। কারণ, পার্থ বুঝে গিয়েছেন শরীর খারাপ, কান্না- এসবকে আর রেয়াত করা হবে না। তাই নিজেকে জেলবন্দি করে রাখতেই হয়তো বেশি পছন্দ করলেন তিনি। তাই ১৯ অক্টোবর পর্যন্ত শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্যদের সঙ্গে জেলেই থাকবেন পার্থ চট্টোপাধ্য়ায়।
গত ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ইতিমধ্য়ে ইডি তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। আদালতে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও পেশ করা হয়েছে। সিবিআই চার্জশিটেও তাঁর নাম উল্লেখের আবেদন করা হয়েছে। গত কয়েকদিনে যতবার আদালতে হাজির হয়েছেন, ততবার জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। আর প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে। এবার তাই ওই পথে হাঁটেননি পার্থ চট্টোপাধ্য়ায়।
তবে এদিনের শুনানিতে আদালতে জামিনের আবেদন করেছিলেন বাকি অভিযুক্তরা। তাদের প্রত্য়েকের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।