ভার্চুয়াল শুনানি নয়। এবার সশরীরে আদালতে হাজির করাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে হেফাজতে আছেন তিনি। সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে আদালতে হাজির করাতে হবে। জানিয়ে দিল আদালত। সোমবার SSC সংক্রান্ত মামলার শুনানি আছে ব্যাঙ্কশাল কোর্টে। সেখানে উপস্থিত থাকার কথা পার্থের।
শুক্রবার আলিপুরের সিবিআই আদালতে মামলার শুনানি ছিল। সেখানে পার্থের হাজিরা সংক্রান্ত কিছু জটিলতা দেখা যায়। এরপরই পার্থকে আদালতে হাজির করানোর নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানোর কথা ছিল পার্থের। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল। শুক্রবার সকালে সেই আবেদনের চিঠি আসে। তা নিয়ে জটিলতা তৈরি হয়।
সূত্রের খবর, লিঙ্ক কাজ করছিল না। ফলে পার্থকে আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির করানো যায়নি। একই মামলায় দুদিন শুনানি নিয়েও আপত্তি করে আদালত। আগামী ৩১ অক্টোবর পার্থ-সহ অভিযুক্ত সবাইকে সশরীরে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রবীন্দ্র সরোবরে ছট পুজো নয়, ঘোষণা গ্রিন ট্রাইব্যুনালের, শুরু এলাকা ঘেরার কাজ
প্রসঙ্গত, এসএসসি মামলায় গ্রেফতারির পর প্রথম দিকে পার্থকে সশরীরে আদালতে তোলা হয়। কিন্তু অধিকাংশ শুনানি হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। পার্থ নিজেও জেল থেকে বেরিয়ে সশরীরে আদালতে হাজিরা দিতে চেয়েছিলেন।