দল মহাসচিব পদই তুলে দিয়েছে। কিন্তু দলের প্রতি আনুগত্য বিন্দুমাত্র কমেনি জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha CHatterjee)। বৃহস্পতিবার আদালত থেকে বেরিয়ে জানালেন, "তৃণমূল দল থাকবে। আরও বাড়বে।"
বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সংবাদমাধ্যমের প্রশ্নে পার্থ চট্টোপাধ্যায় মৃদু স্বরে তৃণমূলের সুখ্যাতি করেন। এবারই প্রথম নয়। এর আগেও দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও শুভেচ্ছা জানান তিনি। কিন্তু দলের পক্ষ থেকে পাল্টা কিছু বলা হয়নি।
আরও পড়ুন: ৪০ দিন জেলে থাকার পর মুক্তি, জামিন পেলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি
উল্লেখ্য, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর পার্থকে নিয়ে নীরব তৃণমূল। মন্ত্রীত্ব আগেই হারিয়েছেন। পরে দলের মহাসচিব পদও হারিয়েছে। তৃণমূল সচেতন ভাবে দূরত্ব তৈরির চেষ্টা করেছে। কিন্তু সব সময়ই দলের কাছাকাছিই থাকতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর মন্তব্যে এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।