গত কয়েকবার সশরীরে হাজিরা দিতে পারেননি। প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দিতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শেষবার শুনানিতে কেঁদে ফেলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিনও আলিপুর আদালতে সশরীরে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় ৫ দিনের সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আলিপুর আদালতে হেফাজতে নেওয়ার আবেদন করেছিল CBI। ইডির হাতে গ্রেফতার হওয়ার পর প্রেসিডেন্সি জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, এই মামলাগুলিতে তাঁর কোনও ভূমিকা ছিল না। তিনি আদালতে জানান, "এসএসসি প্রাইমারি বোর্ড নিজেরাই কাজ করত। তারা সবাইকে নিয়োগ করত। তাঁর কোনও ভূমিকা নেই।"
আরও পড়ুন: পুজোর আগেই প্রাথমিকে চাকরি! ১৮৯ জনকে ইন্টারভিউর জন্য ডাকল পর্ষদ
এদিন আদালতে নিজের শিক্ষাগত যোগ্যতার কথাও উল্লেখ করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "আমি শিক্ষিত, ইকনমিক্স নিয়ে পড়াশোনা করেছি। এমবিএ করেছি। আমার মামার নাম শিবদাস বন্দ্যোপাধ্যায়।" সিবিআই যখন তাঁকে হেফাজতে নিতে চান, তখন পার্থ চট্টোপাধ্যায় কাঁদো কাঁদো গলায় বিচারককে বলেন, "তিনি খুবই অসুস্থ। কে সাহায্য করবে! আপনি আপনার মতো বিচার করবেন। সেই আশায় আছি।"