বিশ্ববাংলা শারদ সম্মানে স্থান পেল না নাকতলা উদয়ন। এই প্রথমবার এই সম্মান থেকে বঞ্চিত হল দক্ষিণ কলকাতার এই ক্লাব। প্রত্যেক বছর, কলকাতা দুর্গাপুজোর সেরা মণ্ডপ ও প্রতিমা বেছে নেয় বিশ্ববাংলা শারদ সম্মান। এবার সেই তালিকায় নেই পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন।
এবার শারদ সম্মানে সেরার সেরা পুজোর এক নম্বরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রনী। দুই নম্বরে আছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সঙ্ঘ। তিনে টালা প্রত্যয় ও চারে ত্রিধারা সম্মেলনী। পাঁচে আছে কালীঘাট মিলন সঙ্ঘ, ছয়ে আছে রাজ্যের আরেক মন্ত্রীর পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মোট ৪২টি পুজো স্থান পেয়েছে এই তালিকায়।
প্রত্যেকবারই প্রথম ১০-এর মধ্যে থাকে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘ। কিন্তু এবার বিশ্ববাংলা শারদ সম্মানের তালিকাতেই নেই তারা। মুখ্যমন্ত্রীও ওই পুজোর উদ্বোধন এড়িয়ে গিয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর বাদ পড়ল নাকতলা উদয়নও।
আরও পড়ুন: ষষ্ঠী এলেই পুজো কেটে যায় চোখের পলকে, জেনে নিন আগামী বছরের পুজোর নির্ঘণ্ট
বিশ্ববাংলার শারদ সম্মানে সেরা ভাবনায় শীর্ষে আছে বেহালা উত্তর হালপাড়া ক্লাব, বেহালা প্লেয়ার্স কর্নার, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব-সহ মোট ২০টি পুজো। পরিবেশ বান্ধব পুজোর সম্মান পেয়েছে এফডি ব্লক, কুমোরটুলি সর্বজনীন-সহ ১৬টি পুজো।