SSC দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। এদিন তাঁকে আদালতে তোলা হলে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জেল হেফাজতে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা দফতরের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সরকারকেও।
গত সপ্তাহেই পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। বুধবার সেই মেয়াদ শেষ হওয়ার পর ফের আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে, বুধবার শুনানিতে আর নিজেদের হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়কে রাখতে চায়নি সিবিআই। দুপক্ষের সওয়াল-জবাবের পর বিচারক রায় স্থগিত রাখেন। পরে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
বুধবার আদালতে সিবিআইয়ের আইনজীবী শুনানিতে বলেন, মামলার তদন্তে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। এখনও তদন্ত অনেকটাই বাকি। অনেক কিছু তদন্ত করে দেখবেন আধিকারিকরা। সিবিআই জানিয়েছে, প্রয়োজনে জেলে গিয়ে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।