এখনও মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রতি অগাধ আস্থা পার্থ চট্টোপাধ্যায়ের। ফলে দল তাঁকে মন্ত্রিত্ব বা মহাসচিবের পদ থেকে সরিয়ে দিলেও তিনি বিধায়ক পদ ছাড়বেন না। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থের সঙ্গে দেখা করার পর এমন দাবি তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্যের। পাশাপাশি তিনি জানান, জেলে তাঁর মক্কেলের সঙ্গে সাধারণ কয়েদিদের মতোই ব্যবহার করা হচ্ছে। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
শুক্রবারই ইডি-এর বিশেষ আদালত, পার্থকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ওই দিন রাত থেকে প্রেসিডেন্সি সংশোধাগারে বন্দি রয়েছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। শুক্রবারই প্রভাবশালী তত্ত্ব এড়াতে আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস পার্থর বিধায়ক পদ ছাড়ার কথাও জানান আদালতে। জল্পনা তৈরি হয়, তা হলে কি সত্যিই এবার ২২ বছরের বিধায়ক পদটুকুও ছেড়ে দেবেন পার্থ? তবে এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই জল্পনায় জল ঢাললেন পার্থর অন্য এক আইনজীবী সুকন্যা।
আরও পড়ুন- Kolkata Shoot Out :কলকাতায় জাদুঘরের কাছে এলোপাথাড়ি গুলি সিআইএসএফ জওয়ানের, মৃত ১
শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সুকন্যা। সেখান থেকে বেরিয়ে তিনি দাবি করেন, ‘‘পার্থবাবু কোনওভাবেই বিধায়ক পদ ছাড়বেন না। দল এবং নেত্রীর উপর ওঁর (পার্থের) সম্পূর্ণ আস্থা আছে। এবং তিনি পূর্ণ মেয়াদ বিধানসভায় থাকতে চান। আইনের উপরেও তাঁর আস্থা রয়েছে।’’ তৃণমূলের প্রাক্তন মহাসচিব তাঁকে একথা জানিয়েছেন বলে দাবি সুকন্যার।