Partha Chatterjee : বন্দিদশার শতক পূর্ণ, প্রেসিডেন্সিতে মনমরা, একাকী পার্থ চট্টোপাধ্য়ায়

Updated : Nov 08, 2022 14:30
|
Editorji News Desk

এও এক শতক। এও এক সেঞ্চুরি। মঙ্গলবার যা পূর্ণ করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। তবে এই শতকে আনন্দ নেই। আছে শুধু অপমান, অভিযোগ আর মাথা হেঁট হওয়ার মতো কাহিনি। তাই এমন শতক চান না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব। গত ২৩ জুলাই স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকে আজ, মঙ্গলবার পর্যন্ত জেলের মধ্যেই ১০০ দিন কাটিয়ে দিলেন বেহালা পশ্চিমের বিধায়ক। 

সোমবারই আদালতে হাজিরা দিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। তাঁকে বাঁচতে দেওয়া হোক বলেও বিচারকের কাছে আর্তি জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সওয়াল-জবাবের পর পার্থর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিন পার্থ চট্টোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা নিয়েও সওয়াল করেন তাঁর আইনজীবী। সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। তাই এই শতরানে কোনও গড়িমা নেই বলেই মনে করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবুও আদালতে দাঁড়িয়ে সোমবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, ১০০ দিন কেটে গেল, কিন্তু এখনও কিছু পাওয়া গেল না। 

স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির ঘটনায় শুরু থেকেই অবশ্য প্রাক্তন মহাসচিবের মাথা থেকে হাত সরিয়ে নিয়েছিল শাসক তৃণমূল কংগ্রেস। এরপরেও ৯৯ দিনের মাথায় দাঁড়িয়েও পার্থ চট্টোপাধ্য়ায় দাবি করেছিলেন, তিনি এখনও ১০০ শতাংশ তৃণমূলের সঙ্গেই  রয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এই দাবির এখন আর কোনও সারবত্তাই নেই। কারণ, দুর্নীতিতে নাম জড়ানো পর থেকেই ধীরে ধীরে তাঁর হাত থেকে সব ক্ষমতাই কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার এই ইস্য়ুতে দিলীপ ঘোষের ফের কটাক্ষ, পার্থ চট্টোপাধ্য়ায় তৃণমূলের সঙ্গে ১০০ শতাংশ হয়তো আছেন, কিন্তু তৃণমূল কী কখনও পার্থ চট্টোপাধ্য়ায়ের পাশে ছিল ?

SSC Recruitment ScamPartha Chatterjee ArrestPartha ChatterjeeED

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট