পার্থ-অর্পিতা তদন্তে ইডির হাতে নয়া তথ্য। এবার একটি ছবি ঘিরে শুরু হয়েছে জল্পনা। মুখে সার্জিক্যাল মাস্ক। পরনে মেরুন হাফহাতা পাঞ্জাবি-সাদা পাজামা। একটি গয়নার দোকানে বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশের আসনে এক মহিলা। পরনে কালো শাড়ি। খোলা চুল আড়াল করে রেখেছে মুখ। প্রশ্ন উঠছে, গয়না বিপণিতে কাকে নিয়ে গিয়েছিলেন পার্থ? তবে কি তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে?
সূত্রের দাবি, ওই ছবিটি মধ্যমগ্রামের একটি অলঙ্কার বিপণির। গত বছর ওই বিপণিতে গিয়েছিলেন পার্থ। সঙ্গের ওই মহিলা কে, তা অবশ্য কোনওভাবেই জানা যায়নি। তবে জল্পনা, ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে নিয়েই গিয়েছিলেন পার্থ।
আরও পড়ুন- Arpita Mukherjee: অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ২ কোটির খোঁজ, বেলঘড়িয়ার ফ্ল্যাটে ফের তল্লাশি
অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরও টাকার হদিশ পেল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা অর্পিতার অন্তত তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন । সেই অ্যাকাউন্টগুলিতে প্রায় ২ কোটি টাকা রয়েছে। ওই অ্যাকাউন্টগুলি ‘ফ্রিজ’ করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। পাশাপাশি, শনিবার রাতে ইডি ফের বেলঘড়িয়ায় অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালায় এবং বেশ কিছু নথি উদ্ধার করে নিয়ে যায়।