তাঁর নামটাই নিতে হল। আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে এবার এ ভাবেই নাকি নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে ধমকে দিলেন এই ঘটনায় আর এক অভিযুক্ত ও জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রে খবর, মঙ্গলবার কেন্দ্রীয় সংশোধনাগারের লনে মুখোমুখি হয়েছিল এই ঘটনার দুই অভিযুক্ত। সেখানেই নাকি কুন্তুলকে এই প্রশ্ন করেছেন পার্থ। একইসঙ্গে নাকি জিগ্যেস করেছেন, কুন্তুল তাঁকে চেনেন কীনা ? তাঁদের আলাপ আছে কীনা ? পাল্টা জবাবে কুন্তল নাকি জানিয়েছেন, না তাঁদের কোনও আলাপ নেই। তাতেই বেশ বিরক্ত প্রকাশ করেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী।