রবিবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে পার্থ জানান, উদ্ধার হওয়া ওই বিপুল টাকা তাঁর নয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল ছাড়ার সময়েও সেই একই কথা তৃণমূলের প্রাক্তন মহাসচিবের মুখে। তাহলে ওই বিপুল টাকা কার? হাসপাতাল ছাড়ার মুখে অধৈর্য পার্থ আবার জানান, টাকা তাঁর নয়। উল্লেখ্য, তিনি এদিনও ষড়যন্ত্রের কথা বলেছেন। তাঁকে সাসপেন্ড করা নিয়ে দলের সিদ্ধান্ত নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এর আগে টাকা নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি তাঁর মুখ থেকে।
রবিবার সকালে জোকা ইএসআইয়ে ঢোকার মুখে পার্থ জানান, ওই বিপুল টাকা তাঁর নয়। স্বাস্থ্যপরীক্ষা করে বেরোনোর পথে তাঁকে আবার একই প্রশ্ন করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, উদ্ধার হওয়া টাকা কার? জবাবে পার্থ কিছুটা অধৈর্য ভাবেই জবাব দেন, তাঁর নয়। তবে এক বার নয়। এক টানা তিন বার একই জবাব দেন পার্থ।
আরও পড়ুন- Partha-Arpita: ষড়যন্ত্র নিয়ে ফের মুখ খুলে, পার্থর দাবি, তাঁর কোনও টাকা নেই
যদিও এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, ‘‘তাঁর টাকা নেই, এ কথা এতদিন কেন বলেননি পার্থ?’’ শান্তিনিকেতনের ‘অপা’ নামের বাড়ি নিয়েও পার্থকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।