এসএসকেএম হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এসএসকেএম (SSKM) হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। ব্যাঙ্কশাল আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
শুক্রবার রাতে গ্রেফতার করার পরেও পার্থ চট্টোপাধ্যায়কে টানা জেরা করেন ইডি আধিকারিকরা। শনিবার সকালে প্রথমে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে থেকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপরই এসএসকেএম হাসপাতালে যান পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়, সংবাদমাধ্যমকে জানালেন, তিনি কিছু করেননি
হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে দেখছেন চিকিসক সরোজ মণ্ডল। সূত্রের খবর, বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। সেই বোর্ডে কার্ডিওলডিস্ট সরোজ মণ্ডল ছাড়াও আছেন এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায় চৌধুরী।