Parliamentary Standing Committee: স্ট্যান্ডিং কমিটিতে সুদীপের জায়গায় লকেট, সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক তরজা

Updated : Oct 13, 2022 10:41
|
Editorji News Desk

সংসদে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে রদবদল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। খাদ্য এবং ক্রেতা সুরক্ষা কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সংসদকে সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। যে ঘটনা তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল।  

মঙ্গলবার সংসদের তরফে স্ট্যান্ডিং কমিটির রদবদলের সিদ্ধান্তের কথা জানানো হয়। এর পরই এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টুইট করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। 

টুইটে তিনি লেখেন, নতুন স্ট্যান্ডিং কমিটির ঘোষণা করা হয়েছে। সংসদে তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধীদল তৃণমূল কংগ্রেসকে কোনও কমিটির চেয়ারম্যানের পদে দেওয়া হয়নি। এরপরই মোদি সরকারের সমালোচনা করে এই সিদ্ধান্তকে তিনি 'নতুন ভারতের বাস্তব রূপ' বলেও ব্যাখ্যা করেন। 

ডেরেকের এই টুইটে শুধু তৃণমূল নয়, নাম না করে কংগ্রেসকে বাদ দেওয়ারও সমালোচনা করা হয়েছে। কারণ শুধু খাদ্য এবং ক্রেতা সুরক্ষা কমিটির সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে তৃণমূল নয়। স্বরাষ্ট্র এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে থাকা কংগ্রেসের দুই নেতাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। 

নতুন এই সিদ্ধান্তে সংসদের গুরুত্বপূর্ণ মোট ছয়টি কমিটির চেয়ারম্যান পদ থেকে বাকিদের সরিয়ে বিজেপি ও তার সহযোগী দলগুলিকে রাখা হয়েছে। স্বরাষ্ট্র এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে থাকা কংগ্রেসের দুই নেতাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বদলে এই কমিটির মাথায় বসেছে বিজেপির সাংসদ।

Locket ChatterjeeTMCParliamentBJPSudip Banerjee

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট