গত চব্বিশ ঘণ্টায় পৃথিবী খানিকটা এগিয়েছে। মুখ্যমুন্ত্রী উত্তরবঙ্গ থেকে মেঘালয়ে নির্বাচনী প্রচার করতেও চলে গিয়েছেন। কিন্তু বাংলা ভাষায় পানি ও দাওয়াত - এই দুই শব্দ কেন, এই প্রশ্নে গোঁ ধরে এখন নিজের অবস্থানেই অনড় শুভাপ্রসন্ন। মঙ্গলবারই দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে কেন বাংলা ভাষায় এই দুই শব্দের জায়গা হবে, তা নিয়ে নিজের ব্যখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উল্টোসুর শুভাপ্রসন্নের। তাঁর অভিযোগ, তিনি রাজনীতি করেন না। তিনি নির্বাচনে লড়াই করেন না। তাই কোনও সম্প্রদায় বা শ্রেণিকে খুশি করা তাঁর কাজ নয়। রাজনৈতিক মহলের দাবি, এই অভিযোগ করে যেন পানি ও দাওয়াত শব্দ দুটি নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যখ্যার অসন্তোষই দেখাতে চাইলেন তিনি।
ইতিমধ্যে এই ঘটনা নিয়ে জল অনেক দূরই গড়িয়েছে। মুখ্যমন্ত্রীর ব্যখ্যাকে সমর্থন জানিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতো সাহিত্যিকরাও। কিন্তু শুভাপ্রসন্নের মতে, যে শব্দ বাঙালি বলে না, কখনও ভাবে না, তেমন অনেক শব্দই বাংলায় ভাষায় এখন ঢুকে আসছে। বলা ভাল, অনুপ্রবেশ হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, চব্বিশ ঘণ্টার আগে ও পরে শিল্পীর মতের কোনও পরিবর্তন হয়নি।
রাজ্যের একাংশের দাবি, নিজেকে খবরে রাখতেই শুভাপ্রসন্নের এই অবস্থান। কারণ, তাঁর এই দাবি নিয়ে বাকিরা যে খুব ভাবচ্ছেন এমনটা কিন্তু মনে হচ্ছে না।