দৃষ্টিশক্তি ছিল না, তাই-ই বোধহয় অন্তরের দৃষ্টি ছিল, আর পাঁচজনের চেয়ে অনেক গভীর। সঙ্গে শিল্পীর মন। বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের আঁকা প্রায় একশো বছরের পুরনো একটি ছবি প্রদর্শিত হল তাঁর জন্মশহর কলকাতায়। ৪৪ ফুট লম্বা ওই ছবিতে ধরা রয়েছে শান্তিনিকেতনের নিসর্গ সৌন্দর্য।
বিনোদবিহারী এই ছবিটি শান্তিনিকেতনের কলাভবনের ছাত্র সুধীর খাস্তগীরকে ১৯২৯ সালে উপহার দিয়েছিলেন বা তাঁর কাছে বিক্রি করেছিলেন। খাস্তগীর পরে চিত্রকলার শিক্ষক হিসাবে দেরাদূনে চলে যান৷ তিনি অন্য এক শিল্পীকে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের আঁকা ছবিটি দেন। সেই ব্যক্তি রাকেশ সাইনিকে নামে এক সংগ্রাহককে ছবিটি বিক্রি করেন বছর ছয়েক আগে। রাকেশ সাইনি কলকাতার একটি আর্ট গ্যালারির মালিক। সেই গ্যালারি রাসাতেই প্রদর্শিত হল ছবি দু'টি।
শান্তিনিকেতনে বিনোদ বিহারীর ছাত্রদের মধ্যে সত্যজিৎ রায় ছিলেন অন্যতম। সত্যজিৎ তাঁর শিক্ষককে নিয়ে এক তথ্যচিত্রও বানিয়েছিলেন।