আদালতে সওয়াল করার সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে (P Chidambaram) তাড়া করলেন এক মহিলা। বুধবার ঘটনাটি ঘটে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মেট্রো ডেয়ারি মামলায় (Metro Diary Case) হাইকোর্টে সওয়াল করতে আসেন চিদম্বরম। সেই সময় হাইকোর্ট চত্বরেই তাঁকে কংগ্রেসের এক মহিলা আইনজীবী তাড়া করেন।
জানা গিয়েছে, তৃণমূলের হয়েই মেট্রো ডেয়ারি মামলায় সওয়াল করতে কলকাতা হাইকোর্টে আসেন পি চিদম্বরম। প্রদেশ কংগ্রেস সভাপতি (Congress State President) অধীর চৌধুরীর বিরুদ্ধে সওয়াল করেন তিনি। সেখানে তাঁকে তৃণমূলের দালাল বলে তাড়া করেন এক মহিলা আইনজীবী।
আরও পড়ুন: রাজ্যের সফর সূচিতে বদল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
তাঁর সামনে বিক্ষোভও দেখানো হয় বলে খবর। অধীর চৌধুরীর আইনজীবী কৌস্তভ বাগচি তাঁকে 'মমতার দালাল' বলেও কটাক্ষ করেন। এমন কী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কোটও কেড়ে নেওয়া হয়।