RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলল বহরমপুরে। বহরমপুরের গোরাবাজার এলাকায় রয়েছে ওই বিলাসবহুল ফ্ল্যাট। এর আগে ক্যানিং ২ ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দীপ ঘোষের একটি বাংলোর সন্ধান পাওয়া গিয়েছিল।
জানা গিয়েছে, বহরমপুরের গোরাবাজার এলাকায় রয়েছে একটি বিলাসবহুল আবাসন। সেখানেই পাঁচ তলায় রয়ছে সন্দীপ ঘোষের একটি ফ্ল্যাট। ওই ফ্ল্যাটের অন্য বাসিন্দারা জানিয়েছেন, RG কর হাসপাতালের অধ্যক্ষ পদে থাকার সময় তিনি ওই ফ্ল্যাট কিনেছিলেন। যদিও সেখানে যে তিনি থাকতেন এমনটাও নয়।
কয়েকজন জানিয়েছেন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বদলি হয়ে যাওয়ার পর একবারই তিনি ওই ফ্ল্যাটে ছিলেন। অন্যিদেক ওই ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, বিগত চার বছরের মধ্যে একদিনের জন্যও সন্দীপ ঘোষকে দেখতে পাননি তাঁরা।
ওই ফ্ল্যাটে না থাকলেও প্রতি মাসে রক্ষণাবেক্ষণের খরচ পাঠিয়ে দিতেন সন্দীপ ঘোষ। অনলাইনে ফ্ল্যাট কমিটির কাছেই সেই টাকা পাঠাতেন। এমনকি অনলাইনেই প্রতি মাসের বিদ্যুৎ বিল মিটিয়ে দিতেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ।
শুধু যে ফ্ল্যাট কিনেছিলেন এমনটা নয়, একটি গ্যারাজও ছিল সন্দীপ ঘোষের। তবে বর্তমানে সেই গ্যারাজটি ভাড়া নিয়েছেন ইসলামপুরের এক ব্যক্তি।
ক্যানিং ২ নম্বর ব্লকে যে বাংলোটি রয়েছে সেখানে মাঝে মধ্যে যেতেন সন্দীপ ঘোষ। স্বপরিবারে সেখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটাতেন তিনি। তবে সেখানে কোনওদিন রাত্রিবাস করেননি।
ওই বাংলোর কেয়ারটেকার ছিলেন স্থানীয় বাসিন্দা জাকির লস্কর। তাঁর কাছেই রয়েছে বাড়ির চাবি। তিনি জানিয়েছিলেন, দুপুরের দিকে সন্দীপ ঘোষ সেখানে যেতেন। রান্না-খাওয়া সেরে বিকালে কলকাতা ফিরতেন। মাঝে মধ্যে সন্দীপ ঘোষের মা, শ্বশুর, শাশুড়ি যেতেন সেখানে।