On This Day in History 26 August: ইতিহাসের পাতায় ২৬ অগাস্ট দিনটির গুরুত্ব অনেক। ১৯১০ সালে এই দিনই জন্ম নেন মাদার টেরেসা। শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তাঁকে। কলকাতার সঙ্গে মাদার টেরিসার আত্মিক সম্পর্কে। এই শহরেই তৈরি হয় মিশনারিজ অফ চ্যারিটি। ১৯৫০ সালে ভারতে আসেন তিনি। ১৯৮০ সালে ভারতরত্ন সম্মান দেওয়া হয় তাঁকে। ২০১৬ সালে মাদার টেরেসাকে সেন্ট উপাধি দেয় ভ্যাটিকান সিটি।
২৬ অগাস্ট আমেরিকার ইতিহাসেও গুরুত্বপূর্ণ দিন। ২০১৫ সালে আমেরিকার ভার্জিনিয়ায় দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। লাইভ ইন্টারভিউ চলাকালীন গুলি করা হয় তাঁদের।
মহাকাশবিজ্ঞানের ইতিহাসেও ২৬ অগাস্ট গুরুত্বপূর্ণ। ১৯৮২ সালে প্রথমবার নাসা টেলিসেট ১ উৎক্ষেপন করে।