পুলিশ দিয়ে রাজভবনের ভিতরের গোপনীয়তার উপর নজরদারি চালানো হচ্ছে। রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যে এবার এই গুরুতর অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আর এই অভিযোগেই এবার রাজভবনের ভিতর থেকে পুলিশকে সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন তিনি।
ফলে রাজভবনের অন্দরের কোনও চত্বরেই আর পুলিশ থাকতে পারবে না। এবার থেকে দায়িত্বে থাকবেন রাজ্যপালের নিরাপত্তারক্ষী এবং আধা-সামরিক বাহিনি জওয়ানরা। রাজ্যপালের বর্তমান সুপারিশের ফলে শুধুমাত্র রাজভবনের প্রবেশপথ এবং বাগানের নিরাপত্তার দায়িত্ব সামলাবে কলকাতা পুলিশ।
আরও পড়ুন : পুজোয় এবার নতুন টক্কর, নবান্ন বনাম রাজভবন
নতুন রাজ্যপাল আসার আগেই অবশ্য রাজভবনের তিলতলা থেকে পুলিশকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার পরবর্তী সময় থেকে রাজভবনের বাকি দুটি তলার নিরাপত্তার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ। রাজ্যপালের নতুন ফরমানে, এবার সেখান থেকেও সরে যেতে হচ্ছে।