শনিবাসরীয় সন্ধ্যা। পটভূমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তিনি এলেন, দেখলেন, আর কলকাতার মন কাড়লেন। তিনি অলিম্পিয়ান মনু ভাকের। দ্বিতীয়ার সন্ধ্যায় এক রূপে কলকাতায় ধরা দিলেন মনু। সামনে আঁচল করা লাল পারের সাদা গরদের শাড়ি। খোলা চুলে খানিক ক্ষণের জন্য পাশের বাড়ির বাঙালি মেয়ে মনে হচ্ছিল মনুকে।
এই প্রথম কলকাতার পুজো দেখতে এলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু। তাঁকে কলকাতায় ঠাকুর দেখার সুযোগ করে দিল সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার তিরুপতির বালাজি মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করেছে উত্তর শহরতলীর এই ক্লাব।
সেই মণ্ডপ দেখলেন মনু। ঝালিয়ে নিলেন তাঁর মনে সব প্রশ্ন। সুজিত বসুর পুজোতে মনু আসছেন। এই খবর আগেই জেনেছিলেন তিনি। কিন্তু তিনি ব্যস্ত অন্য পুজোর উদ্বোধনে। তাই সুজির বসুর হাত দিয়েই অলিম্পিয়ান মনু ভাকেরের জন্য বিশ্ববাংলা পেনডেন্ট সহ চেন উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুজিত বসুর মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার এই শুটারকে।
শ্রীভূমির তরফ থেকে রূপোর বন্দুক উপহার দেওয়া হয়েছে প্যারিসের পদকজয়ী মনুকে। কলকাতার স্মারক হিসাবে পেলেন রসগোল্লার হাঁড়ি। শাড়িতে কেমন লাগছে ? এই প্রশ্নের উত্তরে মনু জানালেন, দারুণ। এই প্রথম তিনি শাড়ি পরে ঠাকুর দেখলেন।