নতুন বছরে রাজ্যে (West Bengal Covid 19 Update) কোভিডে আক্রান্ত (Covid Death) হয়ে মৃত্যুর খবর। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু এক বৃদ্ধার। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মৃত বৃদ্ধার বয়স ৮১ বছর।
হাসপাতাল সূত্রে খবর, গত ৩১ জানুয়ারি, বিহার থেকে কলকাতা আসেন উর্মিলা দেবী। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। সেই সময়ই তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। এরপর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে দেখা সুকান্ত মজুমদারের, ক্ষমা চাইতে গিয়েছিলেন, কটাক্ষ কুণাল ঘোষের
চলতি বছর রাজ্যে এটাই প্রথম কোভিডে মৃত্যু। গত কয়েকমাস ধরে রাজ্যের কোভিডমুক্ত। ২০২২ সালের জানুয়ারি মাসে দেশজুড়ে থাবা বসায় ওমিক্রন।