রাজ্য মন্ত্রিসভায় (West Bengal Cabinet) রদবদল সম্পন্ন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, বাবুল সুপ্রিয় ও স্নেহাশিস চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরী। রাষ্ট্রমন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ। রাজভবনে এদিন তাঁদের শপথবাক্য পাঠ করান অস্থায়ী রাজ্যপালে লা গণেশন। অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিশেষ আমন্ত্রণে হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
এবার মন্ত্রিসভায় এলেন ৮ জন নতুন মুখ। আগেই রাজ্যের মন্ত্রী ছিলেন বীরবাহা হাঁসদা। এবারে রদবদলে তাঁর দায়িত্ব বাড়ানো হয়েছে। রাষ্ট্রমন্ত্রী থেকে বীরবাহাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।
আরও পড়ুন: মাস্কের উপর আঙুল, টাকার উৎস কার, জানতে চাইলে মুখ কুলুপ পার্থর
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা শুরু হয়। পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল তিনটি দফতর। সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের মৃত্যুর পর তাঁদের দফতরও ফাঁকা পড়ে ছিল। এরপরই পার্থ অস্বস্তি কাটাতে মন্ত্রিসভা সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়।