ছিলেন সহকর্মী। এখন তাঁরা পড়শি। একজন গ্রেফতার শিক্ষক দুর্নীতির অভিযোগে। অন্যজন রাজ্যে রেশন বণ্টনে গড়মিল করে। চুম্বকে এটাই এখন প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারের অন্দরের ছবি। একপাশে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যপাশে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে জেল সূত্রে জানা গিয়েছে, পড়শি হলেও কথা হয়নি পার্থ-জ্যোতিপ্রিয়র মধ্যে।
ইডি হেফাজতে এতদিন বাড়ির খাবারই খাচ্ছিলেন জ্যোতিপ্রিয়। এবার আইন মেনে তাঁকে জেলের খাবার খেতে হবে। তাঁর আইনজীবীর দাবি, অসুস্থ জ্যোতিপ্রিয়কে ডায়াট মেনেই খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে ডায়াট খাবার পেলেও, সূত্রের খবর বিছানা, চাদর কিছুই পাননি জ্যোতিপ্রিয়। পেয়েছেন শুধুমাত্র কম্বল। তাতেই তাঁর সারারাত চোখের পাতা এক হয়নি।
পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল মহাসচিব, উত্তর ২৪ পরগনার জেলার দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক। বাংলার রাজনীতিতে অনেক বছর এই কম্বিনেশন অটুট ছিল। পার্থ গ্রেফতার হতে অঙ্ক বদলে যায়। এবার গ্রেফতার জ্যোতিপ্রিয়। প্রেসিডেন্সি সংশোধনাগারে পাশাপাশি তাঁরা। ফের কী কোনও নতুন সমীকরণের দেখা মিলবে।