ছুটির রবিবারে হঠাৎ বিপত্তি মেট্রোতে। শ্যামবাজার থেকে শোভাবাজারের মধ্যে লাইনে বিকট শব্দ। তারজেরে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, মোটরম্যানের থেকে খবর পেয়েই ওই অংশে কিছু সময়ের জন্য ট্রেন বন্ধ করে দেওয়া হয়। ফলে কিছুক্ষণের জন্য ওই মাঝের অংশে বিঘ্নিত হয় পরিষেবা। ইঞ্জিনিয়ররা দ্রুত কাজ করে সমস্যা মেটান। বেলা ১২টার কিছু পরে ফের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চালু হয়েছে পরিষেবা।
এদিন শোভাবাজার থেকে শ্যামবাজারে দিকে আসার সময় ওই শব্দ পান মোটরম্যান। সতর্কতামূলত ব্যবস্থা হিসাবে মাঝের অংশে ট্রেন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। ফলে দক্ষিণেশ্বর থেকে দমদম ও কবি সুভাষ থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল করে। ইঞ্জিনিয়রদের দ্রুত তৎপরতায় ফের পুরোপুরি চালু হয় মেট্রো পরিষেবা।
এই ঘটনার জেরে ছুটির দিন সাময়িক নাকাল হতে হয় যাত্রীদের। কারণ এই ঘটনায় জেরে আপ এবং ডাউনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন।