সকালে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়তেই উধাও শীত(Cold)। তীব্র গরমে পুড়ছে শহর কলকাতা(Kolkata Weather Update)। শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, কলকাতাসহ(Kolkata) শহরতলিতে সকাল ও সন্ধ্যায় হালকা শীতের(Cold) আমেজ থাকবে। তবে জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি থাকবে না। পশ্চিমী ঝঞ্জা সরে যাওয়ায় উত্তর-পশ্চিম ভারতে(North-West India) শনিবার থেকে বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ ভারতের(South India) বেশকিছু রাজ্যে নতুন করে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি সবচেয়ে বেশি হওয়ার কথা তামিলনাড়ুতে(Tamilnadu)। ১২ থেকে ১৪ মার্চ কেরালা(Rain Forecast in Kerala) এবং মাহেতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।